নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মিরাটে সুইমিং পুল থেকে উঠেই এক জন কিশোর মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লো। পরে সেখানেই মৃত্যু হয়। মৃতের বয়স ১৫ বছর। এই ঘটনায় ওই ক্লাবে শোরগোল পড়ে যায়।
ওই কিশোর নিয়মিত ওই ক্লাবে সাঁতার শিখতে যেত। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই কিশোর সাঁতার কেটে ডাঙায় ওঠার পর আচমকা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কয়েক জন ওই কিশোরের কাছ ছুটে এসে তোলার চেষ্টা করলেও সে সাড়া দেয়নি। তারপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সুইমিং পুল এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, “এখানকার ম্যানেজার পলাতক। আপাতত তার খোঁজ চলছে।” কিন্তু এখনো অবধি কিশোরের পরিবারের তরফে কোনো বয়ান দেওয়া হয়নি। আর ওই পুলের জলে কোনো সমস্যা ছিল কি না বা বন্ধুদের সাথে কিশোরের কোনো সমস্যা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে। তবে ওই কিশোরের শারীরিক কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ওই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।