নিজস্ব সংবাদদাতাঃ খড়্গপুরঃ আজ আবার খড়্গপুর আইআইটিতে একটি হলের মধ্যে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। বয়স ২১ বছর। কেরলের ছেপ্পাড়ের বাসিন্দা। দেবিকা আইআইটির বায়োটেকনোলজি বিভাগে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল।
জানা গিয়েছে, এদিন পড়ুয়ারা শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হলে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর খড়্গপুর টাউন থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু এখনো কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খোলেননি। তবে পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষের তরফে দেবিকার পরিবারকে খবর পাঠানো হয়েছে।