নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার বি গার্ডেন থানার অন্তর্গত দানেশ শেখ লেনের বনান্তর সরকারী আবাসনের নীচে এক জন বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়। মৃতার নাম অশ্রুকণা মোদক। বয়স ৬৭ বছর।
জানা যাচ্ছে, বেশ কিছু দিন ধরে অশ্রুকণা দেবী আর্থরাইটিসে ভুগছিলেন। ঠিক মতো হাঁটাচলাও করতে পারতেন না। স্বামী, ছেলে, বৌমা ও নাতির সাথে আবাসনের তৃতীয় তলে থাকতেন। এদিন তার মাথার সামনে আঘাতের চিহ্ন এবং হাতে রক্ত দেখতেই সকলে আঁতকে ওঠেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ জানিয়েছে, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’
কিন্তু এই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটেছে তা জানতে ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার পর ওই পরিবারের এক জন সদস্য অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।