চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রুবির কাছে থাকা অ্যাক্রোপলিস মলে আগুন লাগতেই শপিং মলে থাকা মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। প্রাথমিক ভাবে জানা গেছে, শপিং মলের ছ’তলায় যেখান ফুড কোর্ট রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। এরপর দ্রুত সকলকে ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এমনকি এলাকাও কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
পাশাপাশি দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কালো ধোঁয়ায় সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। আতঙ্কে অনেকে কালো ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। আবার কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ায় অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়।
দমকল কর্মীদের তরফে জানানো হয়েছে, কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। দমকলকর্মীরা অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, শপিং মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন।