অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নর্দান পার্কে বিশেষভাবে সক্ষম ক্রিকেটারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত খেলোয়াড়ের নাম কমল সরকার। কমলবাবু জাতীয় স্তরের ক্রিকেট খেলেন। এবার সেই খেলোয়াড়কে হেনস্থা করা হলো। আপাতত কমলবাবু আতঙ্কে বাড়িতেই আছেন।
জানা গেছে, গত ২৩ শে মে কমলবাবু বরানগরে বিজেপির একটি জনসভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এরপর গতকাল বাড়ি ফেরার সময় তাকে পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোর অনুগামীরা উত্যক্ত করে। আর কমলবাবু প্রতিবাদ করতেই একে অপরের সঙ্গে বচসা শুরু হয়। এরপর শান্তনুবাবু কমলবাবুকে মারধর করেন।
তবে এই ঘটনায় কাউন্সিলরের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বরানগর পৌরসভার পুর পারিষদ সদস্য অঞ্জন পাল জানান, “এই ধরনের ঘটনা কোনো ভাবেই কাম্য নয়। যদি এই ধরণের ঘটনা ঘটে থাকে তাহলে অন্যায় হয়েছে।”