পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ভাঙড়ে অশান্তি যেন পিছু ছাড়ছে না। গতকাল রাতেরবেলায় বোমা বিস্ফোরণের পর আজ আবার দুপুরবেলায় ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায় রাস্তার ধারে একটি বাড়ির পাশে বোমা পড়ে থাকতে দেখে তুমুল হইচই শুরু হয়ে যায়। বোমাটি সুতলি মোড়ানো ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বোমাটি উদ্ধার করে। কিন্তু এই বোমাটি কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য যে, আগামীকালই সপ্তম তথা শেষ দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আর ভাঙড় বিধানসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে। অন্যদিকে, গতকালের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code