নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মুর্শিদাবাদের বহরমপুরে বেশ কয়েক জন অসাধু ব্যবসায়ী বালি মজুত চালিয়ে যাচ্ছিলেন। ভূমি ও রাজস্ব দপ্তরের একটি দল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একাধিক স্টক পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুত প্রচুর পরিমাণ বালি বাজেয়াপ্ত করেছে। এছাড়া বালি তোলার কাজে ব্যবহৃত কয়েক লক্ষ টাকার যন্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। আর পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভূমি এবং রাজস্ব দপ্তরের সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে উঁচু ঢিবি করে অবৈধ ভাবে বিপুল পরিমাণ বালি মজুত করা হচ্ছিল। প্রশাসন বহরমপুর থানা এলাকার রাধার ঘাটে অভিযান চালিয়ে বেআইনী ভাবে বালি মজুতের কাজে ব্যবহৃত দু’টি গাড়ি ও বালি তোলার একটি স্বংয়ক্রিয় যন্ত্রও আটক করেছে।
জেলার ভূমি রাজস্ব দপ্তরের এক জন শীর্ষকর্তা জানান, ‘‘অনেকেই নির্দিষ্ট পরিমাণের বাইরে অতিরিক্ত বালি মজুত করেন। ব্যবসায়ীরা নির্দিষ্ট পরিমাণ বালি মজুত করে রাখতে পারেন। কিন্তু কতটা বালি মজুত করা যাবে, তা সরকারী নির্দেশিকায় নির্দিষ্ট করা আছে। তবে অভিযোগ আসছিল, তার বাইরেও অনেকে পাহাড়প্রমাণ বালি মজুত করে। আর চাহিদা বৃদ্ধি পেলে তা চড়া দামে বিক্রি করেন। অভিযান চালিয়ে জেলা প্রশাসন সেই অতিরিক্ত মজুত করা বালি বাজেয়াপ্ত করেছে। ভবিষ্যৎ এও এই ধরণের অভিযান চলবে।’’