নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সাতসকালে হাওড়ার জগৎবল্লভপুরে ৬৫ বছর বয়সী জোহরা বেগম এক জন প্রৌঢ়া বাড়ি থেকে বাগনানে মেয়ের বাড়ির উদ্দেশ্যে যেতে গিয়ে গলায় থাকা সোনার গহনা ও নগদ খোয়ালেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হইচই শুরু হয়ে যায়।
অভিযোগ, ‘‘সকালবেলা ৬ টা নাগাদ চংগুরালি শেখপাড়ার বাসিন্দা জোহরা বেগম মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাজুর কাছে দুই জন ব্যক্তি পিছু নেন। কিছুক্ষণের মধ্যেই তারা কাছে এসে আলাপ করার চেষ্টা করেন। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি ফাঁদে পা দেননি। এরপর ওই দুই জন ব্যক্তি জোহরা বেগমকে বাইকে করে গন্তব্যে পৌঁছে দেওয়ারও প্রস্তাব দেন। কিন্তু জোহরা বেগম ধন্যবাদ জানিয়ে জানান, ‘‘এই রাস্তাটুকু হেঁটেই চলে যেতে পারবেন।’’ তবুও দুই জন ব্যক্তি পিছু ছাড়েননি।
তারপর আচমকাই জোহরা বেগমের গলা থেকে হার ছিনিয়ে নেন। আর টাকার ব্যাগটিও কেড়ে বাইক নিয়ে চম্পট দেয়।’’ প্রৌঢ়ার দাবী, গয়না এবং নগদ মিলিয়ে মোট ৮০ হাজার টাকার জিনিস ছিনতাই হয়েছে।’’ জগৎবল্লভপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও এখনো নগদ বা গহনা কিছুই উদ্ধার হয়নি। আর কেউ গ্রেফতারও হয়নি। তবে এলাকায় বার বার চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকাবাসীদের একাংশ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।