নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের বোমরালাইন এলাকায় কুয়ো পরিষ্কার করতে নেমে মর্মান্তিকভাবে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন জন ব্যক্তি একটি বাড়িতে কুয়ো পরিষ্কার করার জন্য যান। এরপর বিজয় নামক একজন কুয়োর ভিতর নামেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় এক এক করে বাকি দু’জন কুয়োর ভেতরে নামেন। তবে তারাও ওপরে উঠে না আসায় এলাকাবাসীরা এগিয়ে আসেন। তারপর দমকল বিভাগ ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে মাটিগাড়া এবং শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।
এরপর দমকলকর্মীরা তৎপরতার সাথে ফ্যান চালিয়ে পাইপের মাধ্যমে কুয়োর ভেতর অক্সিজেন সরবরাহ করতে থাকেন। ফলে ওই তিনজনের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে। আর ওই ব্যক্তি বাকি দু’জনকে বেঁধে উপরের তোলার চেষ্টা করেন। তারপর দমকল কর্মীদের তৎপরতায় তিন জনকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ২২ বছর বয়সী আশিক টপ্পো ও ২৪ বছর বয়সী বিজয় কুজুরকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃতদেহ দুটি এরপর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়।