অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী শনিবার থেকেই রাজ্যের তিন জেলায় ভারী ঝড়-বৃষ্টি হতে চলেছে। সেই সাথে সমুদ্র উত্তাল হতে চলেছে। আর প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে। এই বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হ্রাস হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা সহ হাওড়া, হুগলী, নদীয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর প্রতি ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।