নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচী সেরে বাড়ি ফেরার পথে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। কিন্তু ভাগ্যক্রমে তখন ওই গাড়িতে শঙ্কুদেব পাণ্ডা ছিলেন না। বিজেপি এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর তুলছে। তবে তৃণমূল এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে।
শঙ্কুদেব পাণ্ডা এই প্রসঙ্গে জানান, ‘‘পার্টি অফিসের সামনে গাড়ি রাখা ছিল। নিরাপত্তারক্ষীরা উপরে খেতে গিয়েছিলেন। ওই সময় পার্টি অফিসে বৈঠক চলাকালীন গাড়িতে সরাসরি টার্গেট করা হয়েছে। আর এই হামলা চণ্ডীপুর বিধানসভা এলাকার ‘কুখ্যাত চুল মাফিয়া’ মুকুল আলির নেতৃত্বেই চলেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপির তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীরা মোট চারটি বাইক নিয়ে এসেছিল। উল্লেখ্য, গাড়ির যেদিকের আসনে তিনি বসেন, নির্দিষ্টভাবে সেই আসনের দিকেই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হওয়ার পাশাপাশি বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভও দানা বাঁধতে শুরু করেছে।