নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ সাতসকালে নদীয়ার শান্তিপুর থানার বাবলা বারো নম্বর জাতীয় সড়কের উপর অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় পর পর তিনটি গাড়িতে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে এক জন গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, ঘটনাস্থলে একটি সার বোঝাই একটি পাঞ্জাব লরি দাঁড়িয়েছিল। আচমকা একটি টোটো এসে ওই লরিতে ধাক্কা মারতেই টোটোটিতে আগুন লাগে। আর সেই আগুন দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায়। আবার ওই সময় একটি চিপস ও পাপড় বোঝাই গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় সেই গাড়িটিতেও আগুন লেগে যায়। ফলে নিমেষের মধ্যে তিনটি গাড়িতেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে, আগুন লাগার সময় দাঁড়িয়ে থাকা সার বোঝাই গাড়ির চালক এবং খালাসী চা খাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। অন্যদিকে, চিপস ও পাপড় বোঝাই গাড়ির চালক এবং খালাসি গাড়িতে আগুন লাগা দেখে নেমে পালিয়ে যায়। কিন্তু ওই টোটো চালক গুরুতর আহত হওয়ায় টোটো চালককে জখম অবস্থায় তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ এবং দমকল কর্মীদের খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ ও দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় প্রাথমিক ভাবে আগুন আয়ত্তে আনে। এরপর আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, টোটো গাড়ির ব্যাটারী থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার যথাযথ কারণ জানতে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।