অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গরম কমা তো দূরের কথা বরং আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। জানানো হয়েছে, “২৪ ঘণ্টা পর তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রী বৃদ্ধি পাবে। সাথে তাপপ্রবাহও চলবে। আগামী ২৮ শে এপ্রিল অর্থাৎ রবিবার থেকে কলকাতার তাপমাত্রা টানা ৪২ ডিগ্রী থাকতে পারে। ও ৩০ শে এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে পাঁশকুড়ার তাপমাত্রা ৪৮ ডিগ্রী ছুঁতে পারে। আর দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।”
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও শনিবার কলকাতায় তাপমাত্রা ৪১ ডিগ্রীর গণ্ডি ছাড়াবে। এছাড়া রবিবার থেকে আগামী বৃহস্পতিবার অবধি শহরে তাপমাত্রার পারদ দিনের বেলায় টানা ৪২ ডিগ্রীর উপরে থাকবে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও তীব্র গরম থাকবে। তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়াবে। আগামী মঙ্গলবার সেখানে ৪৮ ডিগ্রী তাপমাত্রা ছুঁতে পারে। সেক্ষেত্রে পাঁশকুড়া পশ্চিম বর্ধমানের পানাগড়কে পিছনে ফেলে দিতে পারে।
বিশেষত, পশ্চিমী জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এমনকি লাল সতর্কতা জারি করা হয়েছে। আর শনিবার থেকে আগামী মঙ্গলবার অবধি বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রচণ্ড গরম থাকবে। সাথে অস্বস্তিও বজায় থাকবে। তবে আগামী রবিবার কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু অংশে ঝড়-বৃষ্টি হতে পারে। ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু জলপাইগুড়িতে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না।