ব্যুরো নিউজঃ মালয়েশিয়াঃ মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক প্রদেশের লুমুতের নৌসেনা ঘাঁটিতে নৌসেনা বাহিনীর দু’টি হেলিকপ্টারের সংঘর্ষের জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার নৌ সেনা বাহিনীর তরফে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে ৷
সূত্রের খবর, এদিন সকাল ৯টা ৩২ মিনিটে রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল। একসঙ্গে প্রায় সাতটি হেলিকপ্টার মহড়া দিচ্ছে। হঠাৎ একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের দিকে মোড় নিতেই দু’টি হেলিকপ্টার খুব কাছাকাছি চলে আসে। তখনই একটি হেলিকপ্টারের রোটারের সাথে অন্যটির সংঘর্ষ হয়। এরপর হেলিকপ্টার দু’টি গোত্তা খেয়ে প্যারেড গ্রাউন্ডে আছড়ে পড়তেই হুলস্থুল পড়ে যায়।
তারপর দ্রুত নৌ সেনা বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের সওয়ারিদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। কিন্তু সকলেরই মৃত্যু হয়েছে। আপাতত মৃতদেহগুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।