নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রামে বিস্ফোরণের জেরে একটি বন্ধ থাকা গয়নার দোকানের শাটার উড়ে গেলো। এর জেরে দোকানের মালিক ঝলসে গেলেন। এছাড়া আশপাশের আটটি দোকান সহ আরো বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা বিকট শব্দে পুরো এলাকা পুরো এলাকা কেঁপে ওঠে। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে জানা যায়, বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় সোনার দোকান থেকে বেশ খানিকটা দূরে শাটার ছিটকে পড়ে রয়েছে। এমনকি দোকানঘরের ছাউনি উড়ে গিয়েছে। সমগ্র দোকান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। এরপর ভেতরে গিয়ে দেখা যায়, দোকানমালিক শহিদুল শেখ কার্যত ঝলসানো অবস্থায় পড়ে রয়েছেন। তারপর তড়িঘড়ি শহিদুল শেখকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় পুলিশকেও খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু এই বিস্ফোরণের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দোকানঘরে থাকা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here