রায়া দাসঃ কলকাতাঃ লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন শুরুর আগেই মুকুল রায় অসুস্থ হয়ে পড়লেন। আপাতত মুকুল রায়কে কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই মুহূর্তে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে তিনি ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছিলেন না। স্বাভাবিক কারণেই দুর্বল হয়ে পড়েছিলেন। বর্তমানে ডিমেনশিয়া রোগে আক্রান্ত। কিন্তু এদিন আরো অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাঁচরাপাড়ার বাড়ি থেকে নিয়ে এসে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মুকুল রায় অসুস্থতায় ভুগছেন। বাড়ি থেকে খুব একটা বাইরেও বের হন না। গত বছর ফেব্রুয়ারী মাসে মাথায় জল জমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, এক সময় মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী হয়ে বিধায়ক হন। কিন্তু পরে নির্বাচনী ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরে যান।
Sponsored Ads
Display Your Ads Here