নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ আজ শ্রীনগরের ঝিলম নদীতে একটি যাত্রী বোঝাই নৌকা ডুবে এখনো চার জনের মৃত্যু হয়েছে। আর অন্তত তিন জন আহত হয়েছে। তবে এখনো অবধি নদীতে অনেকে নিখোঁজ রয়েছে।
জানা গিয়েছে, এদিন প্রায় বারো জন স্কুল ছাত্র একটি নৌকা করে নদীতে সওয়ার হয়েছিল। কিন্তু মাঝনদীতে গিয়ে উল্টে যেতেই সকলেই জলে তলিয়ে যায়। এরপর পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এখনো পর্যন্ত বেশ কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও আরো অনেকে জলের তলায় থাকায় দ্রুত উদ্ধার কাজ চলছে। তবে নদীতে স্রোত বেশী থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত সাত জন আহতকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ইতিমধ্যে চার জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও তাদের শারীরিক অবস্থাও ভালো নয়। প্রসঙ্গত, সম্প্রতি শ্রীনগরের ওই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর গতকাল অতিরিক্ত বৃষ্টির কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here