রামনবমীতে রামলালাকে নিবেদন করা হবে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আগামীকাল রামনবমী। তাই এই রামনবমী উপলক্ষ্যে আগামীকাল রামনবমীর দিন অযোধ্যার রামমন্দিরে লাড্ডু নিবেদন করা হবে। তবে এই লাড্ডুর পরিমাণ নেহাত কম কিছু নয়। যা শুনে আপনিও চমকে যাবেন। আর সেটা হলো ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু। যা রামলালাকে নিবেদন করা হবে।

সূত্রের খবর, দেবরাহা হংস বাবা ট্রাস্ট নামের একটি সংগঠন এই বিপুল পরিমাণ লাড্ডু পাঠাচ্ছে। গত ২২ শে জানুয়ারী এই সংগঠনটি রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন চল্লিশ কেজির লাড্ডু পাঠিয়েছিল। সংগঠনটির অন্যতম পদাধিকারী অতুলকুমার সাক্সেনা জানান, ‘‘তারা চান, রামনবমীর দিন শিশু রামলালাকে ওই বিপুল পরিমাণ লাড্ডু প্রসাদ হিসাবে দেওয়া হোক। তারপর তা ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হোক।’’
উল্লেখ্য, গত ২২ শে জানুয়ারী রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরের দিন সর্বসাধারণের জন্য রামমন্দির খুলে দেওয়া হয়। ফলে ভিড় একেবারে উপচে পড়েছিল। ইতিমধ্যে দেশ-বিদেশ থেকে ভক্তেরা রামলালার জন্য বিভিন্ন উপহারও পাঠাতে শুরু করেছেন, যার মধ্যে অনেকগুলিই অর্থের নিরিখে বেশ বহুমূল্য। এমনকি মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার রাখার জন্য রুপোর ঝাঁটাও উপহার হিসেবে পৌঁছেছে। যার ওজন প্রায় ২ কিলোগ্রাম।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30