নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আজ আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী প্রচারে বেরিয়েছিলেন। আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে আলিপুরদুয়ার চৌপথি অবধি রোড শো হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমে মাঝপথে মাধব মোড়েই হুডখোলা গাড়ি থেকে নেমে যান। তাই অর্ধেক পথ হেঁটে রোড শো ছাড়তে বাধ্য হন। পরে অন্য গাড়িতে করে জটেশ্বরে রওনা দেন।
ফলে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা নিজেই পায়ে হেঁটে বাকি পথ হাঁটলেন। তবে এই দাবদাহ গরমে তিনিও অসুস্থ হয়ে পড়েন। আর রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন। তবে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দু’পাশে বহু মানুষের ঢল নেমেছিল। কিন্তু অভিনেতাকে না দেখতে পেয়ে বহু মানুষ অত্যন্ত হতাশ হয়েছেন।