নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর নবগ্রাম পঞ্চায়েতের নবচক্র এলাকায় নির্মাণ কাজ চলাকালীন পাঁচিল ধসে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর এক জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো নির্মাণ ভেঙে নতুন আবাসন তৈরী হচ্ছিল। কিন্তু কাজ চলাকালীন দুর্ঘটনা এড়াতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আপাতত দু’জনকে আহত অবস্থায় উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে এক জনের মৃত্যু হয়েছে। আর অন্য জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, ‘‘কোনোরকম নিরাপত্তা ছিল না। রাস্তার পাশে কাজ হচ্ছে অথচ পুরোনো পাঁচিল ঘেরা ছিল। এই দুর্ঘটনার ফলে আরো ক্ষতি হতে পারত।’’
কানাইপুর ফাঁড়ির থানার পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন। নির্মাতা গণেশ দাস জানান, ‘‘পনেরো দিন থেকে কাজ চলছিল। তবে কোনো অভিযোগ ছিল না। এদিন কুড়ি জন শ্রমিক কাজ শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ সঠিক নয়। বাঁশ দিয়ে পাঁচিল ঘেরা ছিল। কপালে ছিল তাই দুর্ঘটনা হয়ে গিয়েছে।’’ এদিকে, পঞ্চায়েত এলাকায় পাঁচতলা নির্মাণের অনুমতি পাওয়া গেল কিভাবে, তা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলেছেন।
স্থানীয় বিজেপি ও বাম নেতাদের বক্তব্য, ‘‘পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই নিয়ম না মেনেই ওই নির্মাণ কাজ চলছিল। অন্যত্রও এই সব নির্মাণ হয়তো চলছে। তবে বিরোধীদের অভিযোগ অস্বীকার করে নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, ‘‘জেলা পরিষদের অনুমতি নিয়ে আবাসন তৈরী হচ্ছিল। অসাবধানতাবশত একটি পাঁচিল ভেঙে দুর্ঘটনাটি ঘটে।’’