নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদা উত্তরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বেরিয়ে এক তরুণীকে চুম্বন করার অভিযোগ উঠেছে। আবার একটি ছবিতে এক জন মহিলার কাঁধে হাত রাখতেও দেখা গিয়েছে। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল খগেন মুর্মু তথা বিজেপিকে কটাক্ষ করতে পিছপা হয়নি। আর ওই বিজেপি প্রার্থী এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা করলেন।
জানা যায়, খগেন মুর্মু চাঁচলের সিহিপুর গ্রামে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। আর তখনকার নির্বাচনী প্রচারের একটি ছবি নিয়ে তৃণমূল সমাজমাধ্যমে প্রচার শুরু করেছে। আর আজ সকাল থেকেই ওই ছবি নিয়ে হইচই শুরু হয়েছে। তৃণমূল খগেন মুর্মুর কয়েকটা ছবি নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষ করে লেখে, ‘‘যদি আপনার বিশ্বাস না হয় যে আপনি কি দেখছেন, তা পরিষ্কার করে দিই। হ্যাঁ, বিজেপি সাংসদ তথা মালদা উত্তরের প্রার্থী ভোটের প্রচারে বেরিয়ে এক জন মহিলাকে চুম্বন করছেন।’’
এরপর ব্রিজভূষণের উদাহরণ টেনে এনে কটাক্ষ করে লিখেছে, ‘‘কল্পনা করুন এঁরা ক্ষমতায় এলে কী হবে!’’ সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হবিবপুরের কেন্দপুকুরে জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সাথে তুলনা করেছিলেন। এরপর শুভেন্দু অধিকারীর ওই মন্তব্যের পরেই তৃণমূল খগেন মুর্মুর ওই ছবি দিয়ে প্রচার শুরু করেছে। এদিকে এই বিতর্কের মধ্যে খগেন মুর্মু দাবী করেন, ‘‘এটা কোনো বিষয় নয়। এই সবই তৃণমূলের কালচার। এই নিয়ে বলার কিছু নেই।
সকলের বাড়িতে মা-বোন আছে। একটি বাচ্চাকে সবাই আদর করে। যদি এক জন সাধুর কাছে চোরও যায় তবে চোরকে সাধু বলবে। আর এক জন সাধু যদি চোরের কাছে যায় তাহলে সাধুকে চোর বলবে। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। প্রচারে যাই। জনসংযোগ করি। মানুষ আমাদের কাছে দেবতুল্য। নারীরা হচ্ছেন মা। মহিলাদের শ্রদ্ধা করে ভারতীয় জনতা পার্টি।’’
এদিকে ওই যুবতীও জানান, “যারা এই সব করছে তাদের নোংরা মানসিকতা। বাড়িতেও তো মা-বোন রয়েছে। আর কেউ যদি আদর করে। মা বলে ডেকে গালে চুমু দেয় তাহলে তা ভাইরাল করারই বা কি দরকার আছে? আমার পাশে তো আমার মা-বাবা দাঁড়িয়েছিলেন। কই তারা তো খারাপ কিছু দেখেননি।” পাল্টা তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি দুলালচন্দ্র সরকার জানান, ‘‘বিজেপিই এমন কাণ্ড করে। এসব বিহার বা উত্তরপ্রদেশে হয়। আর বিজেপির সাংসদ খগেন মুর্মুর নির্বাচনী প্রচারে গিয়ে এই দৃশ্যে প্রথম বিজেপিরই কেউ ভাইরাল করেছে।’’