অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভোররাতে কলকাতার তিলজলা থানার অন্তর্গত ই.এম.বাইপাসের পঞ্চান্ন গ্রামে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথের দোকানে গিয়ে ধাক্কা মারে।
জানা গেছে, প্রথমে ডাম্পারটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। এরপর গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাইলস-মার্বেলের দোকানে ধাক্কা মারে। এর জেরে ডাম্পারে থাকা খালাসির মাথায় গুরুতর আঘাত লেগেছে। পাশাপাশি এই ঘটনার পর থেকে চালক পলাতক। এদিকে, দোকানে মজুত থাকা প্রচুর টাইলস ভেঙে গিয়ে যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here