মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল গভীর রাতে উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালি থানার অন্তর্গত শীতলিয়া পুলিশ ফাঁড়িতে হামলা চলে। হামলায় এক জন পুলিশকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় শোরগোল শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আচমকা কয়েক জন দুষ্কৃতী পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশকর্মীদের মারধর শুরু করে। এমনকি এক জন কনস্টেবলকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর ওই কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় দ্রুত কলকাতার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এই পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনায় স্থানীয়রাও যথেষ্ট অবাক। আর যে সময় সন্দেশখালি উত্তপ্ত ছিল তখনও এই এলাকা ঠান্ডা ছিল। ইদানীংকালে কোনো অশান্তির ঘটনাও ঘটেনি।