Indian Prime Time
True News only ....

জেলা জুড়ে জোরকদমে চলছে শাসক ও বিরোধীদের প্রচার

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তাই ‌শাসক-বিরোধী শিবিরগুলি ভোট প্রচারে নিত্য নতুন পন্থা অবলম্বন করছেন। কখনো নতুন নতুন শ্লোগান তুলে, আবার কখনো ভোটাদের বাড়িতে পৌঁছে সরকারের জনমুখী প্রকল্পগুলির সম্বন্ধে অবগত করছে।

একুশের লোকসভা নির্বাচনে ‘বাংলা নিজের মেয়েকেই চাই’, এই শ্লোগান তুলে সামগ্রিক ভোট টেনেছিল। ‌আর চলতি বছরের নির্বাচনে তৃণমূলের মন ছুঁয়ে যাওয়া তিনটি শ্লোগান রাজ্যজুড়ে তিনটি কর্মসূচী শুরু করেছে। এই তিনটি শ্লোগানের তিনটি কর্মসূচী রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন। ‌অপরদিকে, বিজেপিও সমগ্র রাজ্যজুড়ে মহিলা ভোট টানতে কেন্দ্রীয় প্রকল্পে যারা লাভ পেয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে। আর এই প্রকল্পগুলির মধ্যে বাংলায় যে প্রকল্প কার্যকর হয়েছে তার মধ্যে অন্যতম উজ্জ্বলা গ্যাস।

জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল এই প্রসঙ্গে জানান, ‘‘দোল-হোলির আগে থেকেই ‘আমার বুথে, আমি সাথে’ এই শ্লোগানে মহিলা সদস্যরা বুথের প্রত্যেকটি বাড়িতে জনসংযোগ কর্মসূচী শুরু করেছে। এই কর্মসূচী পুরুলিয়া জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। মহিলা সদস্যরা তৃণমূলকে ভোট দেওয়ার কারণ হিসেবে বিভিন্ন বিষয়কে সামনে রেখে বাড়ির মহিলাদের সহ পরিবারের বাকি সদস্যদের বোঝাচ্ছেন।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা এই বিষয়ে বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম উজ্জ্বলা গ্যাস। এই যোজনা কার্যকর হয়েছে। এই প্রকল্প থেকে মহিলারা সুফল পেয়েছেন। আমাদের দল বাড়ি বাড়ি গিয়ে সেই লাভার্থীদের সাথে কথা বলে তাদের সাথে জনসংযোগ সম্পর্ক স্থাপন করছেন। এই দলে আমাদের মহিলা সদস্যরাও রয়েছেন।’’

রাজ্য মহিলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চলতি বছর তৃণমূলের প্রচারের তিনটি শ্লোগান হলো- ‘আমার বুথে আমি সাথে’- যেখানে বুথের মহিলা সদস্যরা প্রত্যেকটি বাড়িতে যাবেন, ‘বাঁধন আঁচলের জয় তৃণমূলের’- যেই শ্লোগানকে ঘিরে জেলায় জেলায় কর্মী সভা হচ্ছে,  আর যেখানে মহিলা প্রার্থী রয়েছেন সেখানে ‘সবাই বলো, লক্ষ্মী এল’। অতএব এই নির্বাচনে তৃণমূলের এই শ্লোগান কতোটা প্রভাব ফেলবে তা সময় বলবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored