নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ নয়ডার সেক্টর ৬৩ এলাকায় প্রেমিকাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করে ১ জন যুবক। তবে যুবকের চেষ্টা সফল হয়নি। মৃতার বয়স ১৯ বছর। আর অভিযুক্তের বয়স ৩৮ বছর।
জানা গেছে, নয়ডার যে বাড়িতে যুবক থাকত, সেখানে তরুণী পরিবারের বাকি সদস্যদের নিয়ে থাকত। সেই সূত্রে যোগাযোগ গড়ে ওঠে। আর প্রেমের সম্পর্ক তৈরী হয়। এরপর বছর খানেক পর ওই যুবক অন্যত্র চলে যায়। এদিকে প্রায়ই ওই তরুণী বিয়ের জন্য যুবককে চাপ দিতেন। ঘটনার দিন সে ওই যুবকের বাড়িতে গিয়ে আবার বিয়ের কথা বললে ওই যুবক জানায়, সে বিবাহিত। তাই তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এরপর ওই যুবক ও ওই তরুণীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ওই যুবক ওই তরুণীর গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলে।
- Sponsored -
- Sponsored -
তারপর সে নিজের গলাতেই ব্লেড চালিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসপাতালে চিকিৎসার পর গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, “ওই যুবক খুনের সময় যে কাপড়টি ব্যবহার করেছিল, তা উদ্ধার করা হয়েছে।”