নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি টাকার খেলা আটকাতে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে। সেখান থেকে নগদ কোটি কোটি টাকা উদ্ধারও হয়েছে। এমনকি গতকাল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) একটি অফিসের টয়লেটে রাখা ওয়াশিং মেশিন থেকে ঠাসা নোটের বান্ডিলও উদ্ধার করেছে। যেখানে সব মিলিয়ে মোট ২ কোটি ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে একটা বড়ো অংশ ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু ওয়াশিং মেশিনটি ঠিক কোথায় ছিল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
গতকাল ইডির তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড’ ও তার ডিরেক্টর বিজয়কুমার শুক্ল এবং সঞ্জয় গোস্বামীর বাড়ি-অফিসে তল্লাশি চালানো হয়। এছাড়াও আরো ৪৭টি সংস্থা সহ ওই সংস্থাগুলির ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একাধিক দুর্নীতির নথি, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি জানতে পেরেছে, ওই সংস্থাগুলির বিদেশী কোনো সংস্থার সাথে ১৮০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। অথচ, আদতে তা পুরোটাই ভুয়ো ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
দিল্লি, মুম্বই, কলকাতা, কুরুক্ষেত্র ও হায়দ্রাবাদে এই অভিযান চালানো হয়েছিল। ইতিমধ্যে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার উৎস জানার চেষ্টা চলছে। অন্যদিকে, এই উদ্ধার হওয়া টাকার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here