নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কলকাতার পর এবার গতকাল মাঝরাতে দিল্লির কবীর নগর এলাকায় বাড়ি ভেঙে পড়ে প্রাণ হারালেন ২ জন। আর গুরুতর আহত হয়েছেন ১ জন। নিহতরা হলো ২০ বছর বয়সী তৌহিদ ও ৩০ বছর বয়সী আরশাদ। আহত হয়েছে ২২ বছর বয়সী রেহান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ির উপর তলায় কেউ থাকতেন না। তবে নীচের তলায় জামাকাপড়ের ছিটকাপড় কাটার একটি ছোটো কারখানা ছিল। সেখানে কয়েক জন শ্রমিক কাজ করতেন। আর কাজ চলাকালীন হঠাৎ বাড়িটি ভেঙে পড়ায় তিন জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল। এদিকে এলাকাবাসীরাও ভারী কিছু হুড়মুড়িয়ে পড়ার আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন।
এরপর উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। তারপর স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তৌহিদ এবং আরশাদকে মৃত বলে ঘোষণা করেন। তবে রেহানের অবস্থা বেশ আশঙ্কাজনক। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিক শাহিদ নামের এক জন ব্যক্তি। ইতিমধ্যে শাহিদকে খোঁজার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।