মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হাতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াসুদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও দিদারবক্স মোল্লা। দিদারবক্স পেশায় এক জন নিরাপত্তারক্ষী।
প্রসঙ্গত, গত ৫ ই জানুয়ারী ইডি রেশন মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল। তখন তার অনুগামীদের বিরুদ্ধে পাঁচ জন ইডির আধিকারিকদের উপরে হামলার অভিযোগ ওঠে। এমনকি মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় তিন জন আধিকারিককে হাসপাতালে ভর্তি করতে হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইডির আধিকারিকদের উপর এই হামলার অভিযোগের তদন্ত করছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই হামলায় জিয়াসুদ্দিন সহ আরো কয়েক জন নেতা সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন। নোটিশ দিয়ে সোমবার ফারুক, জিয়াসুদ্দিন ও দিদারবক্সকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। সেখানে প্রায় ছয় ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here