নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গতকাল ভারতীয় নৌবাহিনী ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গুজরাতের পোরবন্দরের কাছে আরব সাগরে অভিযান চালায়। সেখানে একটি পালতোলা জাহাজের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় জাহাজটিকে আটক করা হয়। এরপর জাহাজের ভিতর তল্লাশি চালিয়ে জাহাজ থেকে প্রায় সাড়ে তিন হাজার কেজির মাদক উদ্ধার করে। মাদক পাচারের অভিযোগে পাঁচ জন পাকিস্তানের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, ওই জাহাজটি থেকে ৩০৮৯ কেজির বেশী চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন ও ২৫ কেজি মরফিন উদ্ধার হয়েছে। সরকারী আধিকারিকেরা বাজেয়াপ্ত করা মাদকের মোট মূল্য নির্দিষ্ট করতে না পারলেও আন্তর্জাতিক বাজারে এক কেজি চরসের দাম সাত কোটি টাকা। অর্থাৎ ওই জাহাজ থেকে প্রায় ২২ হাজার কোটি টাকার চরস উদ্ধার হয়েছে। কিন্তু ওই চরস কোথায় কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘এর আগে এত বিপুল পরিমাণ মাদক একসাথে উদ্ধার করা হয়নি। আটক করা নৌকা, মাদক সহ অভিযুক্তদের ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।”