নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আর্থিক তছরুপের মামলায় বিহারের ভোজপুরের সন্দেশের আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) বিধায়ক কিরণ দেবীর বাসভবন সহ তিনটি জায়গায় তল্লাশি চালায়।
এদিন ইডির একটি দল বিহারের আরায় তল্লাশি অভিযানে যায়। ওই সময় কিরণ দেবী বাসভবনে ছিলেন না। এছাড়াও ভোজপুরের আগিয়াওতেও তল্লাশি চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, ২০১৫ সাল থেকে ২০২০ সাল অবধি তাঁর স্বামী অরুণ যাদব এই আসনেই বিধায়ক ছিলেন। আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় কিরণ দেবী ও অরুণ যাদবের সাথে জড়িত বেশ কিছু জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।
বিহার পুলিশ কিরণ দেবী এবং অরুণ যাদবের বিরুদ্ধে আরা জেলার বেশ কয়েকটি থানায় ষোলোটি এফআইআর দায়ের করে। ২০২১ সালে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে ইডি মামলা রুজু করে। এই মামলার তদন্তের জন্য এর আগেও অরুণ যাদব ও তাঁর পরিবারের কয়েক জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই সময় সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট উদ্ধার করা হয়। আর সেই সব তথ্য কিরণ দুর্গা কন্ট্রাক্টর প্রাইভেট লিমিটেডের নামে ছিল জানা গিয়েছে।