Indian Prime Time
True News only ....

ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে গেলেন কিংবদন্তি ফুটবলার

- sponsored -

- sponsored -

ব্যুরো নিউজঃ ফ্রান্সঃ ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। প্রথমে খেলোয়াড় হিসেবে ও পরে কোচ হিসেবেও বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্বের অধিকারী ছিলেন। বায়ার্ন সমর্থকরা ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে ভালোবেসে সম্রাট নাম দিয়েছিলেন। কিন্তু গতকাল ঘুমের মধ্যেই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফুটবলপ্রেমীরা তাঁকে জার্মানের পাশাপাশি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে চিনেছিলেন। প্রসঙ্গত, ১৯৭৪ সালে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার পশ্চিম জার্মানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। জার্মানের হয়ে ১০৪টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। আর ষোলো বছর পর ইতালি বিশ্বকাপে কোচ হিসেবে ফের পশ্চিম জার্মানকে বিশ্বচ্যাম্পিয়ন করেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ফুটবলার ও কোচ হিসেবে একের পর এক সম্মান এবং সুখ্যাতি অর্জন করেছেন। ফুটবলার জীবনে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দু’বার ব্যালেন ডি অর জেতেন। আবার কোচ হিসেবে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে সাহায্য করেন। এছাড়াও তাঁর কোচিংয়ে পর পর তিনবার জার্মান ক্লাবটি ইউরোপিয়ান কাপ জেতে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored