নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর উত্তরপাড়ায় রেললাইনের ধারের বস্তি উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়লো রেল কর্তৃপক্ষ। দীর্ঘ দিন থেকে শতাধিক পরিবার এখানকার রেলগেটের পাশে বসবাস করেন। কিন্তু আচমকা রেলের তরফে জমি থেকে উচ্ছেদ করতে উদ্যত হলে বস্তিবাসীরা বিক্ষোভ দেখান।
অভিযোগ ওঠে, প্রায় দশ দিন আগে রেল একটি নোটিশ দিয়ে জানায়, উচ্ছেদের কাজ হবে। এদিন আরপিএফ বস্তি ভাঙতে গেলে বস্তিবাসীরা আরপিএফকে ঘিরে রেখে বিক্ষোভ শুরু করেন। বস্তিবাসীদের দাবী, “দীর্ঘ দিন ধরে এখানেই বসবাস করছেন। কোনোদিন রেল বা তাদের, অর্থাৎ কোনো পক্ষেরই কোনো সমস্যা হয়নি। তবে আচমকাই উচ্ছেদের নোটিশ পান।
Sponsored Ads
Display Your Ads Hereআর রেলের পাশের একটি বেসরকারী হাসপাতালের নির্মাণের কিছু অংশ নিয়ে আপত্তি রয়েছে। যা ভাঙতে গিয়েই গোটা বস্তি উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়েছে।” এদিকে বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, “বস্তি বা রেল কারোর সাথেই সমস্যা নেই। দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে কাজ করছেন। সম্প্রতি হাসপাতালের এক প্রতিযোগী সংস্থা রেল কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে এসব করছে।” যদিও রেল জনতার তুমুল বিক্ষোভের মুখে পড়ে উচ্ছেদ না করেই ফিরে যায়।