নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্কুল গাড়িতে আগুন লেগে ভস্মীভূত হলো পুরো গাড়ি। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেলেও পড়ুয়াদের অক্ষত বার করা গিয়েছে। গাড়িটিতে প্রায় বারো জন পড়ুয়া ও একজন অভিভাবিকা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের ঝুমঝুমি গ্রামীণ রাস্তার উপর খড়কুটো রাখা ছিল। তখন একটি বেসরকারী বিদ্যালয়ের পড়ুয়ারা গাড়িতে করে বাড়ি ফিরছিল। এরপর গাড়ি চালক গণেশ দাস একটি ছাত্রকে নামানোর পর বুঝতে পারে যে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর তড়িঘড়ি গাড়িটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পড়ুয়াদের নামিয়ে দেওয়া হয়।
এরপর মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর জেরে গাড়িটি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। কিন্তু গাড়িটিতে আগুন লেগেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।