নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরে স্থানীয় বিদ্যালয় থেকে ফেরার পথে টোটো উল্টে মৃত্যু হয়েছে ৩ বছর বয়সী ১ জন শিশুর। মৃত শিশুর নাম রূপক মালিক। এ হেন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তবে রূপকের মাথায় হ্যামারেজ হওয়ায় সেখানেই মৃত্যু হয়। আর গণেশবাবুর পায়ের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই দুর্ঘটনায় শোকান্বিত পরিবার রাস্তার বেহাল দশাকেই রূপকের মৃত্যুর জন্য দায়ী করেছেন।