নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার বাগনানের বরুণদায় ষোলো নম্বর জাতীয় সড়কের উপর কলকাতামুখী লেনে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ১ জন সাব ইন্সপেক্টর ও ১ জন এক হোম গার্ডের। আর আহত হয়েছেন ৩ জন। মৃতরা হলেন সাব ইন্সপেক্টর সুজয় দাস এবং হোমগার্ড পলাশ সামন্ত।
পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের ধারে পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল। ওই সময় একটি লরি কোলাঘাট থেকে বাগনানের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়িটি প্রায় দশ মিটার দূরে ছিটকে পড়তেই সুজয় দাস ও পলাশ সামন্তের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আর কনস্টেবল অলোক বর, সুকদেব বিশ্বাস ও গাড়িচালক বক্কর আলিকে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতির জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সহ পদস্থ কর্তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তও ঘটনাস্থলে এসেছি্লেন।
তবে কোন লরিটি কিভাবে ধাক্কা মেরেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি দুর্ঘটনাটির পর থেকে ঘাতক লরির চালক পলাতক হওয়ায় তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।