Indian Prime Time
True News only ....

মাত্র ৩৫ টাকার টিকিটেই ওঠা যাবে অমৃত ভারত এক্সপ্রেসে

- Sponsored -

- Sponsored -

রায়া দাসঃ কলকাতাঃ বন্দে ভারতের পর এবার যাত্রা শুরু করবে অমৃত ভারত এক্সপ্রেস৷ এই রাজ্যের মালদা থেকে বেঙ্গালুরুর মধ্যেও একটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে৷ তবে অন্যান্য মেল, এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই এক্সপ্রেসের একই শ্রেণীর ভাড়া পনেরো থেকে সতেরো শতাংশ বেশী৷

রেল সূত্রে খবর, যাত্রীরা অমৃত ভারত এক্সপ্রেসে অনেক বেশী আরামদায়ক যাত্রা করতে পারবেন। সুযোগ-সুবিধাও বেশী থাকবে৷ তাই অন্যান্য ট্রেনের তুলনায় ভাড়া বেশী রাখা হয়েছে৷ এই এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণীর কামরায় পঞ্চাশ কিলোমিটার অবধি নুন্যতম ফেয়ার ৩৫ টাকা। যা অন্যান্য মেল এক্সপ্রেসে ৩০ টাকা ভাড়া৷

অন্যদিকে এই এক্সপ্রেসে স্লিপার কামরায় পনেরো কিলোমিটার যাত্রার ৪৬ টাকা ভাড়া। আর পঞ্চাশ কিলোমিটার যাত্রার ৬৫ টাকা ভাড়া৷ এই এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণীতে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ৯৩৩ টাকা ভাড়া৷ স্লিপার শ্রেণীতে ১৪৬৯ টাকা ভাড়া৷ কিন্তু এই ভাড়ার সাথে সুপারফাস্ট সারচার্জ, রিজার্ভেশন ফির মতো খরচ যুক্ত হবে৷

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

সবথেকে বড়ো বিষয় হলো এই এক্সপ্রেসে কোনো এসি কামরা থাকছে না৷ এই প্রথম পুশ পুল পদ্ধতিতে কোনো যাত্রীবাহী ট্রেন চলবে৷ অর্থাৎ ট্রেনের সামনের মতো একেবারে শেষে একটি শক্তিশালী ইঞ্জিন থাকবে৷ এই পদ্ধতিতে ট্রেনের গতি বাড়ানো-কমানোর প্রক্রিয়া অনেক দ্রুত হবে৷

আর প্রতি ঘন্টায় এই এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার হতে পারে। আগামীকাল ৩০ শে ডিসেম্বর দু’টি ট্রেন চালু হবে৷ একটি ট্রেন নিউ দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে অযোধ্যা হয়ে বিহারের দ্বারভাঙা অবধি চলবে ও দ্বিতীয় ট্রেনটি মালদা এবং বেঙ্গালুরুর মধ্যে চলবে৷

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored