চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল সিআইটি রোড এলাকার একটি বহুতল আবাসনের বারান্দা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো ১ জন ব্যক্তির। মৃতের নাম অমিত বাফনা। বয়স ৪৩ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বহুতলটি থেকে নীচে আচমকা ভারী কিছু পড়ার জোরালো আওয়াজ শুনতে পেয়ে ওই আবাসনের কয়েক জন বাসিন্দা নীচে নামতেই অমিতবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ততক্ষণে গোটা ফুটপাত রক্তে ভেসে যাচ্ছিল। এরপর তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর অমিতবাবুকে উদ্ধার করে সল্টলেকের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি অমিতবাবুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, তাদের পারিবারিক ব্যবসা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে চলতি বছরের ১২ ই এপ্রিল নিখোঁজ হয়ে গিয়ে ছ’দিন পরে ফিরে আসেন। সম্প্রতি মানসিক অবসাদেও ভুগছিলেন। তবে এখনো অবধি কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আর বারান্দায় ছ’ফুটের মতো উঁচু রেলিং রয়েছে। তাই অসতর্কতায় পড়ে যাওয়ার কোনোরকম সম্ভাবনা নেই। আপাতত পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ।
Sponsored Ads
Display Your Ads Here