অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের নতুন মুখ্যসচীব পদে বিপি গোপালিকা ও স্বরাষ্ট্রসচীব পদে নন্দিনী চক্রবর্তী নিযুক্ত হলেন। মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটি করেন।
প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস নন্দিনী চক্রবর্তীকে তাঁর সচীব পদ থেকে সরিয়েছিলেন। আর এবার ওই নন্দিনী চক্রবর্তী আপাতত রাজ্যের স্বরাষ্ট্রসচীবের দায়িত্ব সামলানোর পাশাপাশি পর্যটন দপ্তর ও পরিষদীয় দপ্তরের সচীব হিসেবে দায়িত্ব সামলাবেন।
২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যসচীব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হরিকৃষ্ণ দ্বিবেদী চাকরী জীবনের মেয়াদ শেষ হওয়ার পরেও ছয় মাসের জন্য মুখ্যসচীবের দায়িত্ব সামলেছিলেন৷ আর সেই সময় বি পি গোপালিকা রাজ্যে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন৷