নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার দিল্লিতেও কোভিডের নয়া উপরূপ জেএন.১ চলে এসেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, “এক জন ব্যক্তির দেহে করোনার এই নয়া উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে। তবে দিল্লিবাসীকে এই উপরূপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।”
আর দিল্লীতে করোনার নয়া উপরূপের খোঁজ পাওয়া যেতেই এমস একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। এমসের অধিকর্তা বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে এই বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে, জরুরী বিভাগে কোভিড স্ক্রিনিং ওপিডি চালু করা হবে। একটি ওয়ার্ডে বারোটি শয্যা রাখা হবে। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট হওয়া রোগীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে।
গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় করোনার নতুন এই উপরূপটির খোঁজ মিলেছে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জেএন.১-এর সন্ধান পাওয়া গিয়েছে। ইউরোপের দেশগুলিতে উদ্বেগের মাঝে চীনেও হু হু করে সংক্রমণের সংখ্যা বেড়েছে। আর ভারতের কেরলে প্রথম জেএন.১ সহ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।
এরপর তা গোয়া, কর্ণাটক, গুজরাত, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান ও তামিলনাড়ুতে ছড়িয়ে পড়ে। এখনো অবধি করোনার এই নতুন উপসর্গে দেশে ১০৯ জন সংক্রমিত হয়েছেন। তার মধ্যে ছত্রিশ জন গুজরাতে, ৩৪ জন কর্ণাটকে, ১৪ জন গোয়ায়, ন’জন মহারাষ্ট্র, ছ’জন কেরলে, চার জন রাজস্থানে, চার জন তামিলনাড়ুতে এবং দু’জন তেলঙ্গানায়। আপাতত করোনা রোগীরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তবে এখনো পর্যন্ত তাদের তেমন গুরুতর কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।