নিজস্ব সংবাদদাতাঃ হরিদ্বারঃ গতকাল হরিদ্বারের একটি আদালতের গেট ভেঙে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। যা দেখে আদালত চত্বরে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যে হাতির হামলার এই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে।
বন দপ্তর সূত্রে খবর, একটি দাঁতাল হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই হাতিটি রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকেই এসেছিল। এরপর হরিদ্বারের রোশানাবাদ এলাকায় ঢুকে পড়ে। ওই এলাকায় জেলাশাসকের দপ্তর ও একটি আদালত আছে। হাতিটি জেলাশাসকের দপ্তরের পাশ দিয়ে গিয়ে আদালত চত্বরে ঢোকার চেষ্টা করে।
কিন্তু আদালতের মূল ফটক বন্ধ থাকায় সে এক ধাক্কায় গেট ভেঙে আদালত চত্বরে ঢুকে তাণ্ডব চালায়। এই হামলায় আদালতের পাঁচিলের একটি অংশ পুরোপুরি ভেঙে যায়। এদিকে এই ঘটনায় বনদপ্তরকেও খবর দেওয়া হয়। অন্যদিকে আদালতে হাতি ঢুকতেই সেখানে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন।
কয়েক মিনিট তাণ্ডব চালানোর পর হাতিটি আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যায়। পাশাপাশি বনকর্মীরা ঘটনাস্থলে এসে শূন্যে গুলি ছুঁড়ে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যান। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।