নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল রাতেরবেলা মধ্যপ্রদেশের গুনা-আরন রোডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী গাড়িতে ধাক্কা মারে। এই ধাক্কার তীব্রতায় বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এই দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় বাসের ভিতরে থাকা ১৩ জন যাত্রীর। আর আহত হয়েছেন ১৭ জন।
সূত্রের খবর, বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড চিৎকারের আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। পাশাপাশি দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে এসে পৌঁছান। পরে পুলিশ-প্রশাসনের কর্তারাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এছাড়া জেলাশাসক তরুণ রাঠিও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর আহতদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
তরুণ রাঠি জানান, “নিহত যাত্রীদের দেহ আগুনে এমন ভাবে ঝলসে গিয়েছে যে, সেগুলি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করানো হবে। কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে, তা তদন্ত করে দেখা হবে।” অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনার খবর পেয়ে যথাযথ তদন্তের নির্দেশ দেওয়ার সাথে সাথে বলেন, “নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা ও আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”