ব্যুরো নিউজঃ চীনঃ গতকাল স্থানীয় সময় রাত ১২টা নাগাদ উত্তর-পশ্চিম চীনের গানসু ও কিংহাই প্রদেশ ভূমিকম্পে কেঁপে উঠলো। ফলে অনেক বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এছাড়া বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনো অবধি মৃত্যু হয়েছে ১১১ জনের। আর বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন।
সূত্রের খবর, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৬.২ ছিল। ভূকম্পনের কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে একশো কিলোমিটার দূরে মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল। এই ভূকম্পনে মানুষ জন আতঙ্কিত হয়ে রাস্তায় দৌড়াতে থাকেন। আবার কেউ কেউ বা নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে শুরু করেন।

- Sponsored -
জানা গেছে, শুধু গানসু প্রদেশেই একশো জন মারা গিয়েছেন। আর কিংহাই প্রদেশে এগারো জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা দুই প্রদেশেই উদ্ধারকাজ শুরু করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
আর উদ্ধারকাজে কোনো ত্রুটি না রেখে আহতদের সেবা শুশ্রূষায় নিজেদের সেরাটা দেওয়ার নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, চীনে ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা নয়। গত আগস্ট মাসে পূর্ব চীনে একটি ৫.৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এই ঘটনায় বেশ কিছু বহুতল ধসে ২৩ জন আহত হয়েছেন।