নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার কালিয়াচকের সুজাপুরে একটি প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার বিশাল গুদাম। এই অগ্নিকাণ্ডের জেরে বিস্তীর্ণ এলাকা আগুন ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা কর্মীরা কাজে যোগ দেওয়ার ঠিক আগেই আচমকা এই প্লাস্টিকের গুদাম দাউ দাউ করে জ্বলে ওঠে। ফলে প্লাস্টিক উপকরণগুলি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এরপর দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা প্রথমে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। পরে আগুন আয়ত্তে আনতে আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
কিন্তু কর্মীরা কাজে যোগ দেওয়ার পর এমন অগ্নিকাণ্ড ঘটলে ভয়াবহ পরিস্থিতি তৈরী হত। তবে এদিনের অগ্নিকাণ্ডে গুদামে আগুন প্রতিরোধের ব্যবস্থা ছিল তা নিয়ে সঠিক কোনো তথ্য হাতে আসেনি। জানা গিয়েছে, এখানে প্লাস্টিকের বিভিন্ন ভাঙাচোরা সামগ্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ আসাম বা উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্য থেকে জড়ো হয়।
এরপর বিভিন্ন উপকরণ অনুযায়ী বাছাই করে দিল্লি, পাঞ্জাব সহ ভিন রাজ্যে পাঠানো হয়। সেখানে প্লাস্টিক পদার্থের পুনর্ব্যবহারের বিভিন্ন কারখানায় এগুলি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কালিয়াচকে একাধিক এমন প্লাস্টিক গুদাম রয়েছে। যেখানে লক্ষ লক্ষ টাকার কাজ হয়। বহু শ্রমিক কাজও করেন।
২০২০ সালে সুজাপুরে এমনই একটি প্লাস্টিক কারখানায় আগুন ও ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে কয়েকজনের মৃত্যু অবধি হয়। কিন্তু ওই ঘটনার পরেও এখানকার একাধিক প্লাস্টিক গুদামে নিজস্ব আগুন প্রতিরোধ ব্যবস্থা সেভাবে তৈরী করা হয়নি বলে অভিযোগ উঠেছে।