নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের আটিয়াবাড়িতে লেপার্ডের আতঙ্কের পাশাপাশি এবার হাতির তাণ্ডব শুরু হয়েছে। ফলে রাতেরবেলায় চা বাগানের বারো নম্বর লাইন এলাকায় হাতির তাণ্ডবে তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির দলটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে ওই চা বাগান এলাকার শ্রমিক মহল্লায় প্রবেশ করে। গ্রামে হাতির দল দেখে শ্রমিক পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর হাতির দলটি হরি চৌধুরী, মুকেশ সাহু ও সঞ্জিত মন্ডলের ঘরের দেওয়াল পুরোপুরি ভেঙে দিতেই শ্রমিক পরিবারের সদস্যদের মাথায় হাত।
ক্ষতিগ্রস্ত হরি চৌধুরী জানান, “প্রায় প্রতিনিয়ত বন্যজন্তু জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে আসে। চা বাগানে কাজ করার সময় আমাদের উপর লেপার্ড আক্রমণ চালায় আর রাতেরবেলা হাতি এসে ঘরে তাণ্ডব চালাচ্ছে।”