নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ তাপমাত্রার পারদ নামতেই পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাত শুরু হয়। এর জেরে গতকাল প্রায় এক হাজার পর্যটক আটকে পড়লেন। তবে ভারতীয় সেনার তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
সেনা সূত্রে খবর, গতকাল দুপুরবেলা থেকেই তুষারপাত শুরু হয়। এরপর ধীরে ধীরে তুষারপাত বাড়তে থাকায় বহু পর্যটক ছাঙ্গু হ্রদ থেকে গ্যাংটক ফেরার পথে আটকে পড়েন। তুষারপাতের কারণে ত্রিশক্তি কর্পস আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগায়। তারপর একে একে বিকেলবেলা থেকে সকল পর্যটকদের উদ্ধার করে প্বার্শবর্তী সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
এরপর সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাদের খাবার, গরম পোশাক ও ওষুধ দেওয়া হয়। এমনকি উদ্ধার করা পর্যটকদের আশ্রয় দেওয়ার জন্য সেনাবাহিনী নিজেদের ব্যারাকও ছেড়ে দিয়েছে। অন্য দিকে, যারা একটু নিরাপদ স্থানে রয়েছেন তাদের জন্য সেনার পক্ষ থেকে সেখানেই প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হচ্ছে। এই উদ্ধার হওয়া পর্যটকদের আজ গ্যাংটকের উদ্দেশ্যে পাঠানো হবে।