নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর হিন্দমোটর স্টেশনে কয়েক জন মহিলা যাত্রীদের সাথে বচসায় ছুরির আঘাতে আহত হলেন ১ জন তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়। আক্রান্ত তরুণী শ্রীরামপুরের বাসিন্দা রিমা সিংহ। আর হামলাকারী কুন্তিঘাটের বাসিন্দা করুণা দাস।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ওই তিন জন মহিলা সবাই একই ট্রেনের সহযাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েক দিন ধরে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এদিন ওভার ব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিলেন। কিন্তু আচমকা করুণা দেবী একটি ফলকাটা ছুরি ব্যাগ থেকে বের করে রিমাকে আঘাত করেন। এতে ওই তরুণীর কান ও মুখে আঘাত লাগে।
এমনকি নাকের একটি অংশ কেটে যায়। এরপর রিমা যন্ত্রণায় চিৎকার শুরু করে। রেলপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রিমাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর পাশাপাশি পুলিশ করুণা দেবী এবং রিমাকে পুরো বিষয়টিকে জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেন।