অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি গুদামে ভয়াবহ আগুন লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই গুদামে মার্বেল প্যাকিংয়ের কাজ হত। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন শীঘ্র ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই অগ্নিকাণ্ডের পর দমকল বিভাগের কাছে খবর দেওয়া হলে দমকল কর্মীরা প্রথমেই পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরো পাঁচটি ইঞ্জিন নিয়ে আসা হয়। তবে এই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট ভাবে জানা না গেলেও কিভাবে লেগেছে তা জানতে গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।