Indian Prime Time
True News only ....

আয়কর হানায় ইতিমধ্যে দু’রাজ্য থেকে উদ্ধার মোট ৩৫৩ কোটি টাকা

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশা ও ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। এই দু’রাজ্যে আয়কর হানায় গতকাল অবধি মোট ৩৫৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, এর আগে দেশের কোনো রাজ্যে আয়কর হানায় এতো কালো টাকা উদ্ধার হয়নি।

আয়কর দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া এই টাকার সাথে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর নাম জড়িয়েছে। ধীরজ সাহুর পরিবারের বেশ কিছু সদস্য মদ উৎপাদন ব্যবসার সঙ্গে জড়িত। ওড়িশায় তাঁর পরিবারে সদস্যদের এই ধরনের বেশ কয়েকটি কারখানা রয়েছে বলেও জানা গিয়েছে।

যার মধ্যে ওই রাজ্যের বৌধ জেলার একটি কারখানায় তল্লাশি চলাকালীন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই কারখানার নিকট থেকে বিপুল পরিমাণ ছেঁড়া পাঁচশো টাকার নোট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মদ কারখানার এক জন শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বেলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহেরা জানান, ‘‘উদ্ধার হওয়া ১৭৬টি টাকা ভর্তি ব্যাগের মধ্যে ১৪০টি ব্যাগের টাকা গোনার কাজ শেষ হয়েছে। সঠিক সময়ে গণনার কাজ শেষ করতে পঞ্চাশ জন ব্যাংক কর্মী মোট চল্লিশটি মেশিন নিয়ে টাকা গোনার কাজ করছেন। আর টাকা গোনার সময় মেশিনগুলিতে যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা না দেয়, তাই আগে থেকেই ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে উপস্থিত রাখা হয়েছে।’’

অন্যদিকে, দলের সাংসদের বাড়ি ও অফিস থেকে টাকা উদ্ধার হওয়ার পর কংগ্রেস ধীরজ সাহুর সাথে দূরত্ব বাড়িয়েছে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘‘কংগ্রেস কোনো ভাবেই সাংসদ সাহুর ব্যবসার সঙ্গে জড়িত নয়। শুধুমাত্র তিনিই ব্যাখ্যা দিতে পারেন যে, তাঁর বাড়ি এবং অফিস থেকে এতো টাকা উদ্ধার করা হয়েছে কিভাবে?’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored