মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের পিফা রামনগর এলাকায় একটি সুইফট গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ১ জন বাইক চালক। মৃতের নাম মৃতের নাম রবিউল ইসলাম। বাড়ি মিনাখার বকচরা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, রবিউল স্ত্রী ও মেয়েকে বাইকে করে বসিরহাট হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু ওই এলাকায় পৌঁছাতেই একটি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে ধাক্কা মারতেই রবিউল এবং স্ত্রী-কন্যা ছিটকে বাইক থেকে নীচে পড়ে। এরপর প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে রবিউল সহ স্ত্রী-কন্যাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখানে রবিউলের মৃত্যু হয়।