চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কেরা তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের জয় উদ্যাপন করলেন। কারোর মাথায় গেরুয়া পাগড়ি। কারোর আবার গেরুয়া টুপি পরা। কারোর বা আবার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিল। আর কারোর আবার হাতে লাড্ডুর থালা ছিল।
প্রসঙ্গত, গতকাল তেলেঙ্গানা, রাজস্থান, ছত্রিশগঢ়, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তেলঙ্গানা ছাড়া তিন রাজ্যেই বিজেপি জয়ী হয়েছে। তাই এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও চন্দনা বাউরিরা রাজ্য বিধানসভায় বিজয়োৎসব পালন করেন। রাস্তায় নেমে মিষ্টি বিতরণও করেন।

স্পিকারের নির্দেশ অমান্য করে এই বিজয়োৎসব পালনের সময় বিধানসভার এক জন কর্মী বিজেপি বিধায়কদের বাধা দিয়ে জানান, ‘‘বিধানসভার ভিতর এ সব করা যাবে না।’’ এতেই শুভেন্দু অধিকারী রেগে গিয়ে বলেন, ‘‘আপনি কার দয়ায় এক্সটেনশনে কাজ করছেন, সব জানি।’’
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বচসা গড়ালে এক জন পুলিশ কর্মী এসে বিষয়টিতে হস্তক্ষেপ করলে ওই পুলিশ কর্মীর সাথেও বচসা শুরু হয়। তারপর তিনি পুলিশ কর্মীকে পাল্টা বলেছেন, ‘‘ডিএ পান না। ৩০ হাজার টাকা করে মাসে কম পান। লজ্জা করে না আপনাদের!’’
Sponsored Ads
Display Your Ads Here